আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ১৪ই নভেম্বর গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় শিশু দিবস। এদিন রাজধানীর কলেজটিলাস্থিত শিশু তীর্থ নার্সারী নিন্ম ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে এক বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজিব ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।