আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস এবং দলীয় পতাকা উত্তোলন করলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়াও যুব কংগ্রেস, সেবা দল ও মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন নিজ নিজ নেতৃত্বরা। তারপর জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস প্রমুখ।
এরপর রাজধানীর গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে জহরলাল নেহেরুর শহীদ বেদীতে পুষ্পার উপর অর্পণ করেন নেতৃত্বরা।
উল্লেখ্য, ১৪ই নভেম্বর জহরলাল নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয়।