সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ নভেম্বর || আসন্ন এডিসি ভিলেজকে সামনে রেখে বিভিন্ন ঝটিকা আন্দোলনে নেমেছে রাজ্যের তিপ্রা মথা দল। রাজ্য তিপ্রা মথা দলের নেতৃত্বে বৃহস্পতিবার গোটা রাজ্যের সব কয়টি ব্লকে নিজেদের দলীয় দাবী আদায়ের লক্ষে জোড়দার গণডেপুটেশন প্রদান করেন সংশ্লিষ্ট দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমার তিপ্রা মথা দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরাও রাজ্যপালের উদ্দেশ্যে ডুম্বুরনগর ব্লকে তিনটি দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করেন। এদিন বেলা ১২টায় তিপ্রা মথা দলের নেতৃত্ব ও কর্মীরা গন্ডাছড়া মহকুমার হাসপাতাল চৌমুহনি থেকে বেশ বড়সর কয়েকশো কর্মীদের একটি মিছিল বের হয়ে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে ডুম্বুরনগর ব্লকে গিয়ে হাজির হয়। সেখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল বিডিও জয়দ্বীপ দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে তাদের তিন দফা দাবী সম্বলিত দাবী সনদ তুলে দেন।
প্রতিনিধি দলে ছিলেন নেতৃত্ব মধ্যরাম রিয়াং, সাব-জোনাল চেয়ারম্যন হিরণ্ময় ত্রিপুরা, টিটিএএডিসি গন্ডাছড়া মহকুমার শিক্ষা দপ্তরের চেয়ারম্যান হরিশ দেববর্মা, নেতৃত্ব রতন চাকমা এবং কবিতা রিয়াং। দাবী গুলি রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে বিডিও’র নিকট প্রদান করা হয়।
দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে রাজ্যের এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ও তিপ্রা মথা দলের সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, ১২৫’তম সংশুধনী বিল পাশ করে এডিসি’র হাতে পূর্ণ ক্ষমতা প্রদান করতে হবে। বৃহস্পতিবারের তিপ্রা মথা দলের গণডেপুটেশনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল মহকুমার আরক্ষা প্রশাসন।