আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ৭১’তম অখিল ভারত সমবায় সপ্তাহ-২০২৪ উপলক্ষে রাজ্য ভিত্তিক আলোচনা চক্র আয়োজিত হয়। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা চক্রের মূল ভাবনা ছিল ‘বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা’। এদিন এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া প্রমুখ।