খোয়াইয়ের পূর্ব গনকী গ্রামের তাঁতী পাড়ায় পানীয় জলের উৎস বিকল

khগোপাল সিং, খোয়াই, ২২ মে ।। খোয়াই ব্লকের পূর্ব গনকী গ্রাম পঞ্চায়েতের তাঁতী পাড়ার মানুষ পানীয় জলের তীব্র সংকটের মুখে দাঁড়িয়ে। গ্রামবাসীদের একমাত্র ভরসা কাঁচা কুয়োর জল। আর তা না হলে পুকুরের জল কিংবা কুড়নো নুংরা জল খেয়েই দিন গুজারা করতে হচ্ছে। এদিন পূর্ব গনকী তাঁতী পাড়ার মহিলাদের দু:খ-দুর্দশার চিত্র ফুটে উঠে মিডিয়ার সামনে। গ্রামের মহিলারা পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘পশ্চিম কলোনী থেকে পাইপে করে যে সাপ্লাই এর মাধ্যমে পানীয় জল গ্রামে সরবরাহ করা হচ্ছে তা পান করার অযোগ্য। ঘোলা-নুংরা জল, তাও আবার আয়রন মিশ্রিত। গ্রামের মানুষ সেই জল কোনভাবেই পান করতে পারছেনা। এছাড়া তাঁতী পাড়ায় একটি সেলু মেশিন বিকল হয়ে আছে বেশ কয়েক বছর যাবত। অথচ এই সেলু মেশিনটি চালু হলে উপকৃত হত গ্রামের মানুষ। গ্রামের মহিলারা নির্ভয়ে জানান, একপ্রকার বাধ্য হয়েই এই জল সংগ্রহ করতে হচ্ছে। এছাড়া উপায় নেই। পূর্ব গনকী তাঁতী পাড়ার ২নং ওয়ার্ডের মেম্বার নির্জ্জলা তাঁতীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন। তিনি কোনভাবেই মানতে রাজী নন যে, গ্রামে পানীয় জলের তীব্র সংকট রয়েছে। তিনি মানতে রাজী নন গ্রামের পানীয় জলের উৎস বিকল হয়ে আছে। বরং তিনি বলছেন পঞ্চায়েত থেকে কি কি সুবিধা গ্রামে দেওয়া হয়েছে। তাহলে কি মেম্বার নির্জ্জলা তাঁতী গ্রামে কখনো বিচরন করেন না? প্রশ্ন জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*