আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || রোমান লিপি চালুর দাবীতে ফের বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (TSF)। শুক্রবার রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তারা দাবি করে কোকবরক ভাষার জন্য রোমান লিপি চালু করা হলে তা ভাষার সংরক্ষণ এবং সম্প্রসারণে সহায়ক হবে।
এদিন বিক্ষোভকারীরা শিক্ষা দপ্তরের গেট বন্ধ করে স্লোগান দিতে থাকে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। রোমান লিপি কোকবরক ভাষার সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবী করে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।