আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || ভগবান বিরসা মুন্ডার ১৫০’তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতি রাজসিন্দিয়া, জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববমা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি দেবি সিং দেববমা, রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্জী, জনজাতি কল্যান দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা। এদিন ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতীতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা।