আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || রাস্তা বড় করবার জন্য প্রশাসনের তরফে আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু কেউই প্রকৃত দাম পাইনি বলে অভিযোগ। তাই জায়গার বদলা জায়গা দাবী করে শুক্রবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধ করে বসলেন এলাকার লোকরা। তাদের দাবী তাদের জায়গার বদলা জায়গা দিতে হবে তাই এই রাস্তা অবরোধ।