আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিএসএফ’র তৎপড়তায় এবং আমতলী থানার সহায়তায় আগরতলা জি আর পি থানার পুলিশ একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজধানীর বেলাবার এলাকা থেকে। জানা যায়, সে অনেক দিন ধরে অনেক বাংলাদেশী নাগরিকদের অবৈধ ভাবে বর্ডার ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় পাটানোর ব্যবস্থা করে রেল পথের মাধ্যমে। অনেক দিন আগরতলা জি আর পি থানার পুলিশ সাদা পোশাকে তার উপর নজর রেখে যাচ্ছিল। এই এলাকায় আরো মানব পাচারকারীর নাম উঠে এসেছে, তাঁদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।
জানা যায়, তাকে এখন আগরতলা জি আর পি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ব্যাক্তির নাম রাজু মিয়া (৪০)। বাড়ি আমতলীর বেলাবরের পাল পাড়া একালায়।