আগরতলা, ২২ মে ।। এডিসি’র নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরন দেববর্মা এবং এডিসি’র নবনির্বাচিত চ্যায়ারমেন রঞ্জিত দেববর্মা শুক্রবার মূখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন। শুক্রবার
মহাকরনে রাধাচরন দেববর্মা এবং রঞ্জিত দেববর্মা মূখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে মূখ্যমন্ত্রীর হাতে পুস্পস্তবক তুলে দেয়।