আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উত্সব রাস পূর্ণিমা। এই বিশেষ দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাস উত্সব পালন করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই বিশেষ দিনেই রাধা ও অন্য গোপীনিদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব হল রাস। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনটিতে পূজিত হন। বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে মহা সমারোহ সহকারে রাস উত্সব পালন করা হয়।
রাস পূর্ণিমা উপলক্ষে আগরতলার রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে ২২৬’তম রাস উৎসব উদযাপন করা হয়। এদিন রাস উৎসব উপলক্ষে রাধামাধব মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য বিষয় পূজার্চনা করেন।