আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ১৬ই নভেম্বর জাতীয় প্রেস দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে সাংবাদিকতার মূল্যবোধ ও সমাজের প্রতি সাংবাদিকদের অপরিসীম দায়িত্ববোধকে সম্মান জানিয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলন, জাতীয় প্রেস দিবস হলো, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক, যা গণমাধ্যম কর্মীদের প্রকৃত তথ্যনির্ভর সাংবাদিকতার প্রতি অনুপ্রাণিত করে এবং তাঁদের নিরলস প্রচেষ্টা এবং সত্যের প্রতি অঙ্গীকারকে সম্মান প্রদর্শন করে। এদিন তিনি বলেন, ‘এই দিবসে, আমি সমস্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে দায়িত্ব পালনে সদা তৎপর’।