সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ নভেম্বর || গন্ডাছড়া মহকুমায় যেন যান সন্ত্রাস কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। প্রায় প্রতিদিন গন্ডাছড়া মহকুমার কোন কোন রাস্তাঘাটে ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। এই সমস্ত যান দুর্ঘটনায় অনেকেই পঙ্গু হয়ে ঘরে বসে গিয়েছেন, আবার অনেকে যান দুর্ঘটনার কবলে পরে অকালে ইহলোক ত্যাগ করেছেন। রবিবারও সাতসকালে অটো দুর্ঘটনার কবলে পরে চৌদ্দ বছরের এক জনজাতি নাবালক হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সাতসকালে গঙ্গানগর থেকে একটি ব্যাটারি চালিত অটো গন্ডাছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অটোতে মোট তিনজন যাত্রী ছিল। অটো গাড়িটি গঙ্গানগর থেকে রওয়ানা হয়ে দাঙ্গাবাড়ি ক্যাম্প পাড় হয়ে মূল রাস্তার একটি বাক নিতে গিয়ে অটো গাড়িটি উল্টে যায়। এতে অটোতে থাকা সকলই অল্প বিস্তর আহত হলেও মারাত্মকভাবে আহত হয় চৌদ্দ বছরের নাবালক হনিজয় ত্রিপুরা। তার বাড়ী গঙ্গানগর এলাকার আনন্দপাড়ায়। দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনা স্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরতর আহত হনিজয় ত্রিপুরাকে আনা হয় মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর গুরতর আহত হনিজয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালে পাঠান চিকিৎসকরা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এভাবে আর কতদিন চলবে। কবে ভাঙবে প্রশাসনের ঘুম।