এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি’র শক্তি প্রদর্শন

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৮ নভেম্বর || আসন্ন এডিসি নির্বাচন বা এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের পর ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার অন্তর্গত গন্ডাছড়া মহকুমায় দলীয় শক্তি প্রদর্শন দেখালো আইপিএফটি দল। সংশ্লিষ্ট দলের নির্দেশ মোতাবেক আইপিএফটি দলের উদ্যোগে সোমবার গন্ডাছড়া মহকুমা সদর বাজারে অনুষ্ঠিত হয় জনসভা। উপস্থিত ছিলেন গন্ডাছড়া বিভাগের সভাপতি প্রেমসাধন ত্রিপুরা, নেতৃত্ব চরণবাসী ত্রিপুরা, রাজ্য নেতৃত্ব প্ৰিয়লাল রিয়াং এবং রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। সোমবার বেলা বারোটায় গন্ডাছড়া মহকুমার সরমা এলাকার মৎস্য খামারের মাঠ থেকে আইপিএফটি কর্মী সমর্থকদের একটি র‍্যালী বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে বাজারে মূল জনসভা স্থলে এসে র‍্যালিটি পৌছায়। সেখানেই বক্তারা বক্তব্য রাখেন। উক্ত জনসভায় বক্তব্য রাখেন সভাপতি প্রেমসাধন ত্রিপুরা, নেতৃত্ব চরণবাসী ত্রিপুরা, নেতৃত্ব প্রিয়লাল রিয়াং এবং রাজ্য মন্ত্রী পরিষদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এদিন প্রধান বক্তার ভাষনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আইপিএফটি সৃষ্টির কাল থেকে রাজ্যের জনজাতিদের পাশে দাঁড়িয়ে কাজকর্ম গুলির বিভিন্ন প্রেক্ষাপট গুলি তুলে ধরেন। রাজ্যের জনজাতিদের স্বার্থে তিপ্রা ল্যান্ডের দাবী জানিয়ে আসছে আইপিএফটি দল। এখনো সেই দাবী পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। অবিলম্বে সেই দাবী পূরণ করার দাবী জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এদিন উক্ত জনসভায় বিভিন্ন দল ছেড়ে ৪৪৬ জন ভোটার আইপিএফটি দলে যোগ দেন। দলে যোগদানকারীদের দলে বরণ করে নেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*