আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || এন ডি পি এস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরো চারজন পেন্ট্রি বয়কে আগরতলা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, তারা মিলিতভাবে দূরপাল্লার ট্রেনে করে গাঁজা বহীঃরাজ্যে নিয়ে যেত। রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। এই মামলার সঙ্গে আরো অনেক গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করছে পুলিশ।
আটককৃত ব্যাক্তিদের নাম হল বিহারের লক্ষীশারায় জেলার বাসিন্দা বিকাশ কুমার (২৬), বিহারের মুঙ্গেরাই জেলার বাসিন্দা কিষান কুমার রাউট (২৫), বিহারের বেগুশারায় জেলার বাসিন্দা গৌতম কুমার (৩৭) এবং বিহারের বেগুশারায় জেলার বাসিন্দা সুশীল কুমার (২৭)।