দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ মে ।। সংবাদ জগৎ থেকে সাংস্কৃতিক পরিমন্ডলে যে মানুষটার আলাদা এক পরিচিতি ছিল, তিনি আজ ভাষাহীন। কর্ম ক্ষেত্রে পদচারনার চিহ্ন গুলো এখনো মুছে যায়নি, অনেকের মুখেই শোনা যায় প্রয়াত সেই মানুষটির কথা। জীবনের ইতি টেনে সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রলয় ধর। বিভিন্ন স্থানে প্রলয় ধরের স্মরনে অনুষ্ঠান হচ্ছে। শনিবার শহরের মুক্তধারায় প্রলয় ধরের স্মৃতিতে আয়োজন হয় স্মরণ সভা। যারা এই অনুষ্ঠানের আয়োজক তাঁদের সঙ্গে রক্তের সম্পর্ক ছিল প্রলয় ধরের, স্বভাবতই চোখের কোনে ছিল বিষাদের অশ্রু। নানা দিক নিয়ে কথা বলেছেন সম্পর্কের সুতোয় বাঁধা পরিজনেরা, টুকরো টুকরো স্মৃতি রোমন্থনে বাঙময় হয়ে উঠেছিলেন প্রলয় ধর। স্মরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, পরিবহন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ প্রলয় ধরের পরিবার পরিজনেরা।