আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || পঞ্চায়েত নির্বাচন শেষে প্রথমবারের মতো জেলা পরিষদের জেনারেল বোর্ডের বৈঠক করা হয় সোমবার। এদিন আগরতলার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এই জেনারেল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।