আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || রাজ্যের বন দপ্তরে ৩৬৩ জন পার্মানেন্ট লেবার হিসেবে কর্মরত রয়েছেন। অনেকে তার ভেতর প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করে চলেছেন। জানা যায়, গত ৭ বছর আগে তাদেরকে ফাইনান্সের এপ্রুভাল দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। জানা যায়, তারা বনমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবার দ্বারস্থ হয়েছে, কিন্তু কোন ধরনের সদ উত্তর পায়নি। ফলে বুধবার বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেছে তারা।
এদিন এক বিক্ষোভ কর্মসূচী থেকে তারা সরকারের কাছে দাবী জানায়, অবিলম্বী তাদেরকে স্কেল প্রদান করার জন্য।
এদিন তারা জানায়, পার্মানেন্ট লেবার হিসেবে তারা এখন বারো হাজার টাকা পায়, যা দিয়ে তাদের সংসার প্রতিপালন করা দুষ্কর। তাই বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেছে তারা।