আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || বুধবার আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা বেকারি এসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন কর হয়। সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ত্রিপুরা বেকারি এসোসিয়েশনের সহ-সভাপতি মানিক সাহা, বিল্পব ঘোষ, সাধারন সম্পাদক কাজল চন্দ্র মোদক।
এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বেকারি এসোসিয়েশনের নেতৃত্বরা জানান, আগামী ২৫শে নভেম্বর থেকে বেকারির পারুটি, বন, কেইক, বিস্কুট, কুকিজ, পপ সহ অন্যান জিনিসের দাম বৃদ্ধি করতে চলছে তারা। তার জন্য আগামী ২ দিন কারখানা বন্ধ রাখা হবে। তারা জানান, পুরানো স্টকগুলো শেষ হওয়ার পরই দ্রব্যমূল বৃদ্ধি করা হবে। পাশাপাশি আরও জানান, জিনিস পত্রের দাম অত্যাধিক। ময়দা, চিনি, শ্রমিকের মুজরি বৃদ্ধি পাওয়ার কারনেই বেকারির জিনিস পত্রের দাম বাড়ানো হয়েছে।