আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || আবারো গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ মিলে ৩ জনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, ৩ জনের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ। এদিন তাদের আগরতলা রেল স্টেশনের ১নং প্লেটফর্মের কাছ থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উনাদের কাছ থেকে ৬টি পেকেটে করে বাজেয়াপ্ত করা হয়েছে ৪.১৫৫ কেজি শুকনো গাঁজা। যেগুলি একটি লেডিস বেগের মধ্যে রাখা ছিল। পুলিশ জানায়, এগুলি নিয়ে তারা বিহার যেতে চেয়েছিল ট্রেনে করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এ নিয়ে অনেকবার এই ভাবে গাঁজা বহীঃরাজ্যে নিয়ে গেছে বিভিন্ন রেল স্টেশন থেকে। আগরতলা রেল স্টেশনে এই প্রথম এবং অল্প অল্প করে নেওয়াতে কেও বুঝতে পারে না। তারা সপ্তাহে ২ থেকে ৩ বার নিয়ে যায় বলে জানা যায়। এই উদ্ধার হওয়া গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য ৪৮,০০০ টাকা।
এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে উনাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এর মধ্যে আরো কারা যুক্ত আছে, কাদের থেকে এই মাল গুলি আনা হয়েছে, এ নিয়ে জিআরপি থানার পুলিশ উনাদের জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এক মহিলা অফিসার এর সাহায্যে। এই মামলাতে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে পুলিশের অনুমান।
পুলিশ জানায়, উনাদের নাম হলো আসামের শনিতপুর জেলার বাসিন্দা পূজা দেবী (৩০), বিহারের পাটনা জেলার বাসিন্দা রেশমী কুমারী (২১), বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা প্রবেশ কুমার সিং (৩৯)।