আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করলো রাজ্য সরকার। বুধবার মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যের আইটিআইগুলোতে ছাত্র ছাত্রীদের ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ, আইটিআইগুলো অনেক পুরোনো হয়েছে। দীর্ঘ দিন ধরে পুরোনো টেকনোলজি মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। তাই এই সিদ্ধান্ত। তিনি বলেন, এই যৌথ প্রকল্প বাস্তবায়নে ৬৮৩ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ৮৬ শতাংশ এবং রাজ্য সরকার ১৪ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে।
এদিনের মৌ স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, টাটা টেকনোলজির জেনারেল ম্যানেজার স্বাগতা ঘোষ, হেড অফ বিজনেস অর্ঘ্য বসু প্রমুখ।