আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || আবারো গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ মিলে ১ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আগরতলা রেল স্টেশনের পিট লাইন থেকে। আটককৃত ব্যাক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি পেকেটে ১২.৪০০ কেজি শুকনো গাঁজা। যেগুলি একটি পিট্টু বেগের মধ্যে রাখা ছিল। জানা যায়, এগুলি সে বহীঃরাজ্যে পাচার করতে চেয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এ নিয়ে অনেকবার এই ভাবে গাঁজা বহীঃরাজ্যে পাঠিয়েছে। একটা বড় গ্যাং আছে আগরতলা রেল স্টেশন এর আসে পাশে। তবে জি আর পি থানার পুলিশ তাকে আইনের আওতায় আনতে সব ধরনের জাল বিছিয়ে রেখেছে বলে সূত্র মারফত জানা যায়। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে এই নেশা কারবারির রাঘব বোয়ালরা।
উদ্ধার হওয়া গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য দের লক্ষ টাকা হবে বলে।জানা যায়। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে এই ব্যাক্তির বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। জিআরপি থানার পুলিশ উনাকে জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আটক ব্যাক্তি রাজধানীর আমতলী মহেশখলার বাসিন্দা রাহুল দাস (২২)।