সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ নভেম্বর || ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। শুক্রবারও এর ব্যাতিক্রম নয়। এদিন সাত সকালে বি.এস.এফ ১০৪ (জি) কোম্পানি এবং তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশের হাতে আটক হল শিশু, মহিলা ও পুরুষ সহ মোট ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা।
জানা যায়, মোহাম্মদ সিদ্দিক (৬০), মনোরা বেগম (৫০), আব্দুল আজিজ উল্লাহ্ (২২), আজিজুল হক (২৫), ওবায়দুল উল্লাহ্ (১৯), জামিলা খাতুন (৫), খুনশুন (১৮), কূহিনুর আক্তার (২২), সাগরিকা ইয়াসমিন (২০), সাতারাই ইয়াসমিন (৬ মাস), নুরু সিদ্দিক (৫), মোহান্তি ইয়াসমিন (২) নামের মোট ১২ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছায় কোন এক স্থানীয় দালালের হাত ধরে। তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে আগরতলা করিমগঞ্জ গামী ডেমো রেলে করে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ এবং বি.এস.এফ ১০৪ (জি) কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে আটক হয় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লীর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে। কিন্তু তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছে জি.আর.পি এবং বি.এস.এফ গোয়েন্দা শাখার কর্মীদের বিশেষ তৎপরতায় আটক হয় তারা।
বর্তমানে তেলিয়ামুড়া জি.আর.পি থানায় বি.এস.এফ, জি.আর.পি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
তবে দিনদিন যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অংকের বিনিময়ে বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে তাতে কিন্তু সীমা সুরক্ষা বল তথা বিএসএফের ভূমিকা প্রশ্নের মুখে।
