গোপাল সিং, খোয়াই, ২২ নভেম্বর || কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখন সাহু শুক্রবার সকালে খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন।উক্ত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত খোয়াই জেলার জেলাশাসক সজু ভাহিদ এ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী ও সুমিত কুমার পান্ডে, জেলার দুই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট, খোয়াই জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গুলোর বাস্তবায়ন কতটা হয়েছে তার খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী। যেসমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এই জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও আলোচনা হয়। পরবর্তী সময় একটি PMAU আবাসনের গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। খোয়াই মহারাজগঞ্জ বাজার এলাকার পাশে খোয়াই পুর পরিষদের অধীন বাস স্ট্যান্ড সহ একটি নবনির্মিত অটল আবাসের দ্বারোদঘাটনে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা সহ অন্যান্যরা।