আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || অল ত্রিপুরা ক্যারাম এসোসিয়েশনের সহযোগিতায় ক্যারাম ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ৪ দিন ব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাম প্রতিযোগিতার সূচনা করা হয়। ৪ দিন ব্যাপী আয়োজিত ক্যারামের এই রাজ্য আসরে রাজ্যের ৮টি জেলা থেকে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।