আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে রবিবার রাজধানীর মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ক্লাব পরিসরে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনের সাথে নিয়মিত যোগান বজায় রাখার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার নজির রেখে এই উদ্যোগে নতুন রক্তদাতাদের ব্যপক উপস্থিতি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।