নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর ।। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ ও গোলাগুলি অব্যাহত থাকায় নেপালে আসন্ন সার্ক সম্মেলনের ফাঁকে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।এ ব্যাপারে তিনি কঠোর মনোভাব নিয়েছেন বলে জানিয়েছে তাঁর দপ্তর।এ মাসেই সার্ক সম্মেলন বসছে।এর আগে শোনা যাচ্ছিল, রাজনাথ সেখানে সম্মেলনের ফাঁকে কোনও এক সময় পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসতে চান।কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক টুইটার বিবৃতিতে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।তাতে বলা হয়েছে, সন্ত্রাস ও আলোচনা, দুটো একসঙ্গে চলতে পারে না বলে স্পষ্ট অবস্থান নিয়েছেন রাজনাথ।তাঁর দপ্তর থেকে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাস, হিংসা বন্ধ না করলে কোনও আলোচনা হওয়াই সম্ভব নয়।
তথ্য : এবিপি আনন্দ।