আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ৪ শ্রমকোড বাতিল, রেগায় ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ ১২ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন করা হয়। তারই অঙ্গ হিসাবে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়। এদিনের এই র্যালীর অগ্রভাগে উপস্থিত ছিলেন সংযুক্ত কিসের মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের নেতৃত্বরা।