আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || রাজধানীর পুরাতন রাজভবন, যা পুষ্পবন্ত মহলে পরিচিত। এই মহল এখন তাজ গ্রুপকে হ্যান্ড ওভার করতে চলছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে মঙ্গলবার টি এস এফ ছাত্র সংগঠন পুরাতন রাজভবনের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হামালো জমাতিয়া বলেন, ইতিহাস মুছার চেষ্টা করছে বিজেপি সরকার। আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। ত্রিপুরার উন্নয়ন সবাই চায়। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়।