আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || রাজ্যের চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনায় আমতলী থানার পুলিশ ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদেরকে মঙ্গলবার পাঁচ দিনের রিমাইন্ডার আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে জানান আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল।
উল্লেখ্য, সোমবার ভোররাতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য তথা টাইমস টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত হন। তাতে তিনি গুরুতরভাবে আহত হয়।