আগরতলা, ২৫ মে ।। সোমবার আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সংবাদ প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা উল্লেখ করে আলোচনা করেন। সাংবাদিকদের আলোচনায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উন্নয়নমূলক সংবাদ, ফিচার ইত্যাদির গুনগতমান আরো বাড়ানো সহ সংখ্যা বৃদ্ধি, সাংবাদিকদের কাজের দক্ষতা বাড়াতে কর্মশালা সংঘটিত করা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকদের পেনশন স্কীম, প্রেস এক্রিডিটেশন কার্ড, বিজ্ঞাপনের হার, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের মজুরী বোর্ড গঠন, প্রেস ট্যুর, আবাসন সমস্যা, প্রেস স্ট্রিকার ব্যবহার ইত্যাদি বিষয় উঠে এসেছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, দপ্তরের সচিব শান্তনু দাশ, অধিকর্তা শান্তনু দেববর্মা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা।