বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || বুধবার শান্তিরবাজার একটি বেসরকারি গেস্ট হাউজে ত্রিপুরা চুবালাই বুথুর উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। গত ২৩ ও ২৪শে নভেম্বর জোলাইবাড়ীর ঠাকুরছড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার সহযোগীতায় সংস্থার রজত জয়ন্তী অনুষ্ঠান উৎযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধনের দিন আমন্ত্রীত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমন্ত্রীত ছিলেন সংস্থার ফাউন্ডার মেম্বার তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌঁধুরী।
জানা যায়, এই অনুষ্ঠানের উদ্ভোধনী অনুষ্ঠানে একইসাথে দুই জন অতিথি উপস্থিত হয়ে পরে, এতে করে দুইজন উপস্থিত থাকার ফলে বয়সজেষ্ঠ হিসাবে প্রথমে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য জিতেন্দ্র চৌঁধুরীর নাম ঘোষনা করা হয়। পরবর্তী সময় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নাম ঘোষনা করা হয়। মন্ত্রীর নাম পরবর্তী সময়ে ঘোষণা করাতে এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে বলে অভিযোগ। পদ্মলোচন ত্রিপুরা মন্ত্রীকে অনুষ্ঠান মঞ্চে উঠতে দেননি বলে অভিযোগ। এই নিয়ে অনিচ্ছাকৃত ভূল নিয়ে সংস্থার পক্ষ থেকে ফোনের মাধ্যমে ও মন্ত্রীর বাসভবনে গিয়ে ক্ষমা প্রার্থনা করা হয়। মন্ত্রী এই বিষয়ে কিছু মনে কেননি বলে জানান ও সংস্থার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ক্ষমা প্রার্থনার পরেও জোলাইবাড়ীর কিছু সংখ্যক লোক সাংবাদিক সন্মেলন করে সংস্থার বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ। এই অপপ্রচার বন্ধ না করলে সংস্থার পক্ষ থেকে আগামীদিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানানো হয়।