আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || ভূমি পূজনের মধ্যে দিয়ে আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবনের উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ১২নং ওয়াডের কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যানরা।