আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত স্তরে শহুরে স্থানীয় সংস্থাগুলি (ইউএলবি) এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে (পিআরআই) উৎসাহিত করা, যাতে তারা তাদের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার স্থাপনে উৎসাহিত হয়। একবার সোলার ব্যবস্থা বসালে তা অনেকটাই টাকা সাশ্রয় করবে। পাশাপাশি সোলার সিস্টেম ইনস্টলের জন্য বিভিন্ন ব্যাংক গুলি ঋণের ব্যবস্থা রেখেছে বলেও আজকের এই আলোচনা সভায় জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।