আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || পুরাতন রাজভবনকে হোটেল নির্মাণ করার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন ওয়াই টি এফ। আগরতলা পুরাতন রাজভবন ‘পুস্পবন্ত প্যালেস’কে পাঁচ তারা হোটেল বানানোর সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানিয়ে বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে র্যালী করে ওয়াই টি এফ সংগঠন। বুধবার এই র্যালীটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে ওয়াই টি এফ’র একটি প্রতিনিধি দল।