বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৮ নভেম্বর || শান্তিরবাজার শহরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় বগাফা বর্তমানে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপল রাজেশ মিনা। উনার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। এরইমধ্যে বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পি এম শ্রী প্রকল্পে ৫ দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষন কর্মশালার তৃতীয় দিনে বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এইধরনের প্রশিক্ষণ পেয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিজেদের অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সকলে বিদ্যালয়ের প্রিন্সিপল রাজেশ মিনাকে এই ধরনের কর্মশালার আয়োজন করাতে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।