আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর || রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে টিআরবিটি’র মাধ্যমে ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক পদে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যায়, এর মধ্যে ১০৯৯ জন অস্নাতক এবং ৪৬৭ জন স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন মন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের জন্য ফিক্সড-পে ভিত্তিতে ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, টিপিএসসি’র মাধ্যমে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিগ্রী-১০৫ ও ডিপ্লোমা-৯৩) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।