আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || ১৫ বছরের উর্ধ্বে যে সমস্ত সরকারি গাড়ি রাস্তায় চলছে সেই সকল গাড়ি গুলো চিহ্নিত করে স্কেপিং করা হবে। তার জন্য নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব ও দেওয়া হয়েছে। কেন গাড়ি গুলাকে স্কেপিং করা হবে, কি দরকার করার, সেই বিষয়ে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনের তিন নাম্বার হলে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা।