তারায় তারায় ডেস্ক ।। সালমান খানের বন্ধু এবং বড় ভাই হিসেবে ফের স্নেহের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান। সালমান করিনা অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ফার্স্ট লুক নিজের টুইটার পেজে প্রথম প্রকাশ করলেন কিং খান।
শাহরুখ টুইটে লিখেছেন, তিনি একজন বড় নায়ক হওয়ার চেয়েও বেশি পছন্দ করেন একজন বড় ভাই হওয়াতে। তাই ‘বজরঙ্গী ভাইজানের’ প্রথম লুক প্রকাশ করে লিখেছেন, ২০১৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। ছবির ফার্স্ট লুক আপনাদের কেমন লাগল জানান।
ছবিটির প্রথম লুক পরিচালক কবির খানও তার টুইটার পেজে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে খয়েরি পোশাকে রুক্ষ্ম সালমান। গলায় রয়েছে একটি লকেট। ‘দাবাং’ তারকার পুরো মুখটা ফার্স্ট লুকে দেখা যাচ্ছে না অবশ্য।
সম্প্রতি ছবিটির শ্যুটিং শেষ হয়েছে কলকাতায়। আগামী সপ্তাহেই পর্দায় আসতে চলেছে ট্রেলর। ২০০৮ সালে কোনো এক পার্টিতে সালমান– শাহরুখের ঝগড়া হয়। সে তো সবারই জানা।
কিন্তু ২০১৩ সালের এক ইফতার পার্টিতে সেই ভাঙন ধরা সম্পর্কের ক্ষতে কিছুটা প্রলেপ লাগে। পরে সালমানের বোন অর্পিতার বিয়েতে শাহরুখের উপস্থিতি ভেঙে যাওয়া সম্পর্কে জোড়া লাগে।
অতীতে সালমানের গাড়িচাপা দিয়ে পালানো মামলার রায় ঘোষণার আগে সালমানের বাড়িতে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে আসেন বাদশা। সেই থেকেই তাদের একে অপরের বন্ধু হয়ে পথ চলা।