আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রাণী পলক সম্মান নিধি (২য় পর্যায়) আর্থিক সহায়তা বিকাশে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগণ।
এদিন এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন, গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমেই অন্ত্যোদয়ের স্বপ্নকে সাকার করা সম্ভব। রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে জীবিকা হিসেবে পশুপালনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ন, বিশেষ করে নারী ক্ষমতায়নের সাথে এর ইতিবাচক সম্পর্ক রয়েছে।