আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || শিশু স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শিশু চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার আগরতলার আই এম এ হাউসে আয়োজিত ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডেট্রিশিয়ান, রাজ্য শাখার ৩০’তম বার্ষিক সম্মেলন তথা TRIPEDICON-2024 এর উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ‘শিশু চিকিৎসায় অগ্রগতি ও বাধা’ শীর্ষক থিমে সাজানো এই সভায় বার্ষিক পুস্তিকা ‘আরোহন’ এর আবরণ উন্মোচন করেন। পাশাপাশি অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধিত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।