সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ডিসেম্বর || গন্ডাছড়া মহকুমার জনজাতি অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামে বাঙালি অংশের গ্রামীণ হকারদের উচ্ছেদের লক্ষে হকারদের উপর লুটতরাজ চালিয়ে যাচ্ছে একাংশ যুবক। হকার লুন্ঠনের সংবাদ পেয়ে মাঠে নেমেছে গন্ডাছড়া থানার পুলিশ। তবে সংবাদ লেখা পর্যন্ত লুটেরা বাহিনীর টিকির নাগাল পায়নি পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, গন্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রামের বহু হকার বিভিন্ন মালামাল বিক্রি করার উদ্দেশ্যে মহকুমার বিভিন্ন গ্রামে যান। বিভিন্ন সময়ে হকারদের অভিযোগ আমরা হকাররা যখন জনজাতি অংশের বিভিন্ন গ্রামে যাই তখন আমাদের উপর ছোটখাটো অত্যাচার সংগঠিত হয়ে থাকে। কিন্ত এই ছোটোখাটো ঘটনাগুলিকে আমরা এমনভাবে গুরত্ব দেইনি। কিন্ত সাম্প্রতিককালে হকার লুটপাটের ঘটনা বেড়েই চলেছে। এমন আরো একটি হকার লুন্ঠনের অভিযোগ লিপিবদ্ধ হয় গন্ডাছড়া মহকুমা থানায়।
ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরের বাসিন্দা টুনু রায়। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে টুনুর সুখের সংসার। সংসারের টুনু এবং তার স্ত্রী উভয়ই দিন শ্রমিক। কঠোর পরিশ্রমের মধ্যেও খূব সুখেই ছিল টুনু এবং তার সংসার। টুনু প্রতিদিন মটর, চানাচুর, বাদাম, বিস্কিট এবং অন্যান্য সামগ্রী নিয়ে মহকুমার বিভিন্ন জনজাতি গ্রামে ঘুরে ঘুরে হকারি করে মালামাল বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছে। রবিবার সাতসকালে টুনু রায় মালামাল দুই কাঁদে ঝুলিয়ে মহকুমার দুর্গাপুর গ্রাম সংলগ্ন শিবরামটিলায় কয়েকটি দোকানে মালামাল সরবরাহ করতে যান। মালামাল দিয়ে আসার সময় কয়েকজন জনজাতি যুবক টুনু রায়কে আটক করে এবং মালামাল সহ সমস্ত টাকা পয়সা লুটে নেয়। এমনকি টুনুর পায়ের জুতো গুলিও নিয়ে যায় ওই জনাকয়েক দুষ্কৃত্বকারী। কোন রকমে প্রাণে বেঁচে গন্ডাছড়া থানার দ্বারস্থ হয় টুনু রায়। ঘটনার তদন্তে রয়েছে পুলিশ। লাগাতর এহেন ঘটনা কিন্ত ভাবাচ্ছে একাংশ মানুষকে।