সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ ডিসেম্বর || আনন্দমেলায় ঘুরতে এসে নিখোঁজ এক নাবালিকা এবং এক যুবতী। ঘটনা শনিবার তথা ৩০শে নভেম্বর তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন লক্ষিপুর গ্রামপঞ্চায়েতের অধিন চামপ্লাই এলাকার এক যুবতী তার নিকট আত্মীয় নাবালিকাকে সঙ্গে করে চাকমাঘাট এলাকায় আনন্দ মেলা দেখতে আসে। মেলার সময় সমাপ্ত হয়ে গভীর রাত পর্যন্ত তারা বাড়িতে ফেরেনি। এদিকে দুই পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুজি শুরু করে। সারারাত ব্যাপি খোঁজ করেও কোথাও সন্ধ্যান মেলেনি। রবিবার সকাল থেকে পুনরায় তাদের খোজে বেরিয়ে দিন গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবালিকা সহ যুবতির কোন খবর পায় নি পরিবারের সদস্যরা। শেষে রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে তাদের সন্ধ্যনের আবেদন করে।
এদিকে নাবালিকা সহ এক যুবতীর নিখোঁজ হওয়ায় একাকায় চাঞ্চল্য দেখা যায়। পরিবারের সদস্যদের কাছ থেকে নিখোঁজ হওয়ার কোন কারন জানা যায়নি। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ নিখোঁজের মামলা নিয়ে তদন্তে নামে বলে থানা সুত্রের খবর।