বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ ডিসেম্বর || খনিজসম্পদ খোঁজার জন্য ওএনজিসি’র পক্ষ্য থেকে বিভিন্ন জায়গায় বোম ফাঁটানো হচ্ছে। এই বোম ফাঁটানোর জন্য ক্ষতির সন্মুখিন হচ্ছে সাধারন লোকজনেরা। ওএনজিসি’কে কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক ও বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক লোকজনেরা। কিন্তু এই বোম ফাঁটানোর জন্য ক্ষতির সন্মুখিন হচ্ছে সাধারন লোকজনেরা। এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তিরবাজার মহকুমার লক্ষীছড়া এডিসি ভিলেজের ভবানি পাড়া, মুক্তাধন পাড়া ও ভূপাল পাড়ার লোকজনেরা আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধে বসে। এলাকাবাসীর অভিযোগ ওএনজিসি কোম্পানী পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়াগার মালিককে জানানো ছারাই বোম ফাঁটানোর কাজ শুরু করেছে। এতে করে এলাকার লোকজেরা ক্ষতির সন্মুখিন হয়েছে বলে জানান। এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, বিগত দিনে এই ভাবে বোম বিস্ফোরন করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমিধ্বস হয়েছে। এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের উপর নির্ভরশীল। বোম বিস্ফোরনে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছেব লে জানান স্থানীয় লোকজনেরা। এলাকাবাসী জানান, এই বোম বিস্ফোরনে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। ওএসজিসি’র বোম বিস্ফোরনে এলাকার গর্ভবতী মহিলারা অসুস্থ হয়ে পরছেন বলে জানান স্থানীয় লোকজনেরা। অপরদিকে এই বোম বিস্ফোরনে শব্দ দূষনের আশঙ্কা প্রকাশ করছেন লোকজনেরা। তাই ওএনজিসি’র বোম বিস্ফোরন বন্ধের দাবীতে আন্দোলনে সামিল হলেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ্য থেকে জানানো হয় এই বিষয়ে প্রতিবাদ করাতে থানাবাবুদের দিয়ে বিভিন্ন লোকজনদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা প্রত্যাহার না করলে ও বোম বিস্ফোরন বন্ধ না করলে সকলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এই বিষয়ে রাজ্য সরকার, এডিসি প্রসাশন, জেলাশাসক ও মহকুমাশাসক যেন বিষয়টির প্রতি নজর দেন তার জন্য বিশেষ আহব্বান জানান।