আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || মারণব্যাধি এইডস্ নির্মুলীকরণে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষ্যে আয়োজিত কার্যক্রমে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এইডস কনট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করে এইডস রোগ সম্পর্কে সকলকে আরো বেশি সচেতন হতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী। একই সাথে এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাকে সম্বর্ধনা প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।