সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ডিসেম্বর || পুষ্পবন্ত প্রাসাদ বা পুরাতন রাজভবন ভেঙে কোনভাবেই নির্মাণ করা যাবে না পাঁচতারা হোটেল। রাজ্য সরকারের এধরণের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে পূর্ব কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার সন্ধ্যায় তিপ্রা মথা দলের রাইমাভ্যালী ব্লক কমিটির উদ্যোগে গন্ডাছড়া মহকুমায় অনুষ্ঠিত হয় মশাল মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন। এদিন সন্ধ্যায় তিপ্রা মথা দলের গন্ডাছড়া মহকুমা কার্যালয় থেকে কর্মী সমর্থকদের একটি বেশ বড়সর মশাল মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করার পর বাজারের স্কুল চৌমুহনীতে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রদর্শন এবং পথসভা। রবিবারের এই মশাল মিছিলের নেতৃত্ব দেন ইএম রাজেশ ত্রিপুরা। পথসভায় ইএম রাজেশ ত্রিপুরা সহ উপস্থিত ছিলেন নেতৃত্ব ক্ষত্রজয় রিয়াং, বাসুদেব চাকমা, জয়কুমার দাস। সভাপতিত্ব করেন প্রবীণ নেতৃত্ব সরজয় ত্রিপুরা।
উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্যের বিজেপি নেতৃত্বধীন রাজ্য সরকারের পর্যটন দপ্তর একটি সিদ্ধান্ত নেয় যে রাজ্যের রাজন্য আমলের পুস্পবন্ত প্রাসাদ বা পুরাতন রাজভবন ভেঙে সেখানে একটি বিলাস বহুল পাঁচতারা হোটেল নির্মাণ করা হবে। রাজ্য সরকার কর্তৃক এধরণের সিদ্ধান্তের কথা প্রকাশ হতেই নড়েচড়ে বসে তিপ্রা মথা দল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা রাজ্যে আন্দোলনের ডাক দেয় তিপ্রা মথা। তারই অঙ্গ হিসাবে রবিবার গন্ডাছড়া মহকুমায় অনুষ্ঠিত হয় মশাল মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও পথসভা।