আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || সীমান্তের অতন্দ্র প্রহরী রূপে কর্তব্যরত বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের গৌরব। রবিবার বি এস এফ’র ৬০’তম রাইজিং ডে উপলক্ষ্যে শালবাগানস্থিত ৮১নং ব্যাটালিয়ন বিএসএফ’র আই জি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমানাবেষ্টিত পার্বত্য ত্রিপুরার প্রধান সুরক্ষাকবচ হচ্ছে বিএসএফ। ভারতের বৈদেশিক সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছেন বিএসএফ জোয়ানরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার তিনদিকে আন্তর্জাতিক সীমান্ত, এর সুরক্ষায় বিএসএফ’র অবদানের কথা এই বাহিনীর ৬০’তম রাইজিং ডে’তে স্বীকার করতে গর্ববোধ করছি।
এদিন এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত জওয়ান এবং তাঁদের পরিবারদের সম্বর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রৈমাসিক ম্যাগাজিন ‘গজরাজ’ এর আবরণ উন্মোচন করেন তিনি। পরিশেষে সকলের সাথে সামুহিক ভোজ ও বড়াখানাতে অংশগ্রহন করেন মুখ্যমন্ত্রী।