আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং সনাতনী ধর্ম গুরু ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে বিক্ষোভ দেখায় হিন্দু সংঘর্ষ সমিতি। সোমবার আন্দোলনকারীরা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। তাঁদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির প্রতিবাদে এদিন বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসে ভাঙচুর চালিয়েছেন তাঁরা।
এক আন্দোলনকারী দাবী করে বলেন, অতিসত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করতে হবে। তাঁদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন তাঁরা।