আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান সহ কলেজগুলোতে অতিসত্ত্বর অধ্যাপক নিয়োগের দাবীতে ডেপুটেশন প্রদান করে কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই।
এদিন এক এন এস ইউ আই নেতা জানান, রাজ্যের কলেজগুলোতে অধ্যাপকের স্বল্পতা রয়েছে। গেস্ট লেকচার দিয়ে কোনোভাবে কলেজের পঠনপাঠন চালানো হচ্ছে। এরই প্রতিবাদে
উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন বলে জানান তিনি।