আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || ভয়াবহ দুর্ঘটনার কবলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কনভয়। জানা যায়, সোমবার সকালে সাংসদ বিপ্লব কুমার দেবকে সংসদে পৌঁছে দিয়ে ফিরে আসার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় সাংসদ বিপ্লব কুমার দেব গাড়িতে ছিলেন না। জানা যায়, এদিন প্রচন্ড গতিতে থাকা একটি গাড়ি সাংসদ বিপ্লব কুমার দেবের গাড়িকে ধাক্কা দেয়। গাড়িতে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।